মোশারফ হোসেন স্বাধীনের কবিতা- “স্বপ্ন”
স্বপ্ন
চোখের পাতায় বৃষ্টি হয়ে ঝরে সহস্র স্বপ্ন।
অধর ভাঁজে হাঁসি-মিষ্টি হাঁসি
যেখানে অগণিত মুক্তার সমারোহ!
সে যে বঙ্গ ললনা,আহা রূপের মোহে পরি!
মানুষ রূপে তুৃমি যে এক সুন্দর পরী!
বাঁকা দু – নয়নের ঝলসানো দৃষ্টি,
আহা কী অপরূপ! বিধাতার সৃষ্টি।
কথা বলা নয় যেন নজরুলে প্রেম কাব্য
সব ত্রুটির বাহিরে এ রূপ যেন এক দিব্য।
চিকন-চাকন গড়ন তাহার শ্যামলা গায়ের রং
হেলে দূলে চলে আছে কেশেও তাহার ঢং।
ঢেউ খেলানো চুলের বাহার, ববি খোঁপার মিল
মাথার মাঝের সিঁথিখানি যেন ভেসে উঠা
গোল মুখে তার লম্বাটে আদল।
লতানো তার বাহু দুটি বায়ুর তালে দুলে
আর আমি-
চলার পথে চেয়ে থাকি শুধুই অবাক হয়ে।
সুহাসিনী , সুনয়না যার এক পায়ের নূপুর
স্বপ্ন দেখেই রাত পোহালো , সকাল গড়িয়ে দুপুর!
সাম্প্রতিক মন্তব্যসমূহ