Musharaf hossin sadin’s poem

“সেই তুমি”

রুমি,

তুমি কি সেই তুমি?

যাকে নিয়ে এতদিন ভেবেছি আমি!

যাকে নিয়ে তৈরী আমার, 

স্বপ্নের রঙিন সিড়ি!! 

যাকে না পাওয়ার বেদনায়

আজো জ্বলে  পুরে মরি।

মনে হয়,

আজ এত দিন পর এখানে 

‘স্বপ্ন নায়িকা’ ছায়া হয়ে 

দেখা দিলে সামনে!

যা দেখিনি, শুধু ভেবেছি 

কল্পনার ঘোর নিরালায়।

তুমি ঠিক আছ আমার স্বপ্নের ভাবনায়।

সেই কালো চোখ,সেই মায়াবী মুখ

কাজল কালো সেই এলো কেশ,

 ভাবনার সাথে মিল যে বেশ!

পেয়েছি আমার সেই ভাবনা, 

ভেবেছি যেখানে গড়ব ⛺তাবু   

বাধবো সুখের ঠিকানা!

ভুল নয় তুমি-ই সেই তুমি, 

স্বপ্নের রুমি। 

 

 

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।