লক-ডাউন

এভাবেই পৃথিবী থমকে আছে

ভেতর কোলাহল বিষণ্ণ সময়

অফুরন্ত অবসরে মৃত্যু মৃত্যু খেলা

কেউ যেন নেই অথচ সবাই আছে 

আপন আপন অভিনয়ের মুখোশ 

উন্মোচনের নিত্য নিত্য দিনে ।

এ যেন প্রিয়জনকে ছুঁয়ে দেখার অভিনয়ে

বহু দূর চলে যাওয়া

এ যেন কান্না-হীন অভিযোগ হীন

এক বেদে রাখা জীবন ।

আমরা জানি

কোন সময় কখনো স্থির হয় না

এক দিন আবার পিচ-ডালা পথ

কাপিয়ে ধুলো উড়িয়ে যান চলবে

বাস ট্রাক দূষিত করবে বায়ু

মানুষের ভীর ঠেলে এগিয়ে যাবে মানুষ,

আবার দিন রাত এক হয়ে ব্যস্ত হবে মানুষ

এগিয়ের যাওয়ার প্রতিযোগিতায় 

এগিয়ে যাবে পৃথিবী।

আবার প্রতিটি দিন হবে কর্ম দিবস

ক্লান্তিতে ভরে উঠবে জীবন ও বাস্তবতা ।

তখন, কোন কোন সময় 

কোন কোন অবসরে  

কারো কারো শুরু হবে দুঃখ দুঃখ দিন ।

 

আমোদপুর, মুক্তাগাছা

১৬-০৪-২০২০

 

You may also like...

1 Response

  1. আফরোজা অদিতি বলেছেন:

    কবিতা সবসময় জীবনের কথা বলে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।