রৌগুনে জান্নাতের ছোট গল্প ‘ ক্রিংক্রিংক্রিং ‘
– হ্যালো বাবা।
-হুম মা।
– কেমন আছো বাবা?
– ভালো মা। তুমি কেমন আছো?
– আমি বুড়ো মানুষ কেমন আর থাকবো। আজ এখানে ব্যাথা তো কাল ঐখানে ব্যাথা।
– আমারও তো একই অবস্থা মা।
– আল্লাহ কি বলো বাবা। আমি তো বুড়ো মানুষ আমার হওয়াটা স্বাভাবিক। তোমারটা কেন? ডাক্তার দেখাইছো?
– হুম দেখাইছি। ঔষধ খাচ্ছি।
– ও আচ্ছা। আমি ভাবতাছি আমিও ডাক্তার দেখাবো। কিছু টাকার প্রয়োজন।
– মা তুমি বুড়ো মানুষ শরীর এমন করবেই ডাক্তার দেখাতে হবে না।
– না তাও একটু দেখাইতাম।
– আরে মা বলছি তো দেখাতে হবে না।শুধু শুধু অপ্রয়োজনে টাকা নষ্ট করার কি দরকার।
– আচ্ছা বাবা তুমি যা বলবা তাই হবে।
– মা তুমি বেশি বেশি পানি খাবা দেখবা সব ব্যাথা চলে যাবে।
– আচ্ছা বাবা তুমি যা বলো।
– মা আমরা আগামী মাসের ৩ তারিখ আসবো। তুমি আমার ঘরটা ভালো করে পরিষ্কার করে রেখো তো। তোমার বউ মা আবার নোংরা পছন্দ করে না।
– আচ্ছা বাবা।
– আর মা বাথরুমটাও পরিষ্কার করে রেখো।বিছানা পত্র ধোয়ে রেখো। সব যাতে জকমক করে।
– আচ্ছা বাবা। তুমি আসার সময় আমার জন্য একটা চশমা নিয়ে এসো। আমার চশমাটা ভেঙ্গে গেছে।
– কেমনে? আগের বছরই না কিনে দিলাম?
– পরশু কুরআন পড়তে গিয়ে পরে ভেঙ্গে গেছে।
– মা তুমি যে কি করো না? একটা কাজ ঠিকমতো করতে পারো না।আমার কাছে এখন টাকা নাই।গত সপ্তাহে তোমার বউমারে এক সেট গয়না বানাইয়া দিছি।আবার কাল মার্কেট যেতে হবে।
– ও আচ্ছা বাবা থাক আমি এটা দিয়েই চালাইয়া নিবো।
– হুম। আচ্ছা মা শুনো।
– হুম বাবা।
– আমরা কিন্তু ৩ তারিখ বাড়ি বিক্রির জন্য আসতাছি। তোমার বউমা বলতাছে বাড়ি বিক্রি করে ঢাকায় একটা ফ্ল্যাট কিনবে।
– বাবা এইটা তোমার বাপের শেষ চিহ্ন। তিনি সারা জিবন কাটাইছে এখানে।
-তো কি হইছে।আব্বা সারা জিবন কাটাইছে বলে রাইখা দিতে হবে? আমারও তো একটা ভবিষ্যৎ আছে তাই না?
– আচ্ছা তুমি যা ভালো মনে করো বাবা।
– হুম কাগজ পত্র সব ঠিক করে রেখো।
– আচ্ছা বাড়ি বিক্রির পর আমায় নিয়া যাবা তোমার কাছে?
– হুম। তুমি কয়েকদিন থাকবা আমাদের সাথে। তোমার বউমা রান্না করতে পারে না,আগুনের কাছে যেতে পারে না।একটা কাজের মেয়ে ঠিক না করা পর্যন্ত থাকবা আমাদের সাথে।
– তারপর?
– মা তুমিও না কথা কও।তারপর তুমি ঢাকা, উত্তরার বৃদ্ধাশ্রমে থাকবা। আমগর পাশের বাড়ির চাচিও তো সেইখানেই থাকে।
– আমারে বৃদ্ধাশ্রমে দিয়া দিবা?
– আরে মা সেখানে তোমার মত কত মানুষ থাকে।
– হুম।কিন্তু আমি তো তোমারে দেখতে পামু না সেখানে।
– আরে মা আমি তো যামু প্রতি মাসে তোমায় দেখতে। আচ্ছা মা আমি একটু বিজি আছি তোমার সাথে পরে কথা বলি।
– হুম আচ্ছা।
সাম্প্রতিক মন্তব্যসমূহ