মোশারফ হোসেন স্বাধীনের কবিতা
অপরোপা
(মোশারফ হোসেন স্বাধীন)
তুমি অপরোপা,মায়ায় জড়ানোএক
সদ্য ফোটা গেলাপ।
তুমি অমাবস্যার চাঁদ।
জোস্নারাতে হিমকর আর তারার,
উদ্ভাসিত আলো।
মোহিনী অপরোপ!
তুমার অজান্তে ই দিয়েছি তুমায়,
আমার হৃদয় বাসরে স্থান।
ভালোবেসে যাব তবোও
কর যদিও শত অপমান।
পাব কি, না পাব জানি না
তবোও থাকব আশায়!
হৃদয় পুষ্পোদ্দানে রাখব
সাজিয়ে তুমায়।
সাম্প্রতিক মন্তব্যসমূহ