নিদ্রাহী বিলাপ

ভীতি কাজ করে।প্রচণ্ড রকমের ভীতি।হাজারো প্রকারের ভীতি।বড্ড বেয়াড়া প্রজাতির ভীতি।ছুটে পালিয়ে যেতে ইচ্ছে হয়।মৃত শহরটিতে প্রচণ্ড রকমের ভীতির সঞ্চার হয়।নিত্য নতুন প্রকৃতির ভীতি এসে চারিপাশে জড়ো হয় আর আমায় ভয় দেখিয়েই যায়।আমার চিরচেনা শহর,আমার বেড়ে ওঠার শহর আজ আমার আতংকের অপর নাম।যন্ত্রণার কিলগুলো চারিদিক চেপে ধরে একঘর করে দিয়েছে।মুক্তি এক দুঃস্বপ্ন যেন আজ…….. 

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।