শাহীদ লোটাসের ১৫ কবিতা
প্রেমের মতো অন্য কিছু
একি শ্রাবণ নাকি বৃষ্টির অশ্রু প্লাবন ?
নাকি এ বকুলের সুগন্ধি শুঁকনো মালা ?
একি প্রতীক্ষার পর প্রিয়তম চুম্বন,
অভিমান তাকিয়া থাকা অভিমানী হাসি
নাকি এ কান্নার মতো
ভালোবেসে নীরবে ফেলা সুখ ?
তোমার চোখে তাকিয়ে তাকিয়ে ভাবি
ঐ চোখে কি এত মায়া !
কি স্বপ্ন-সমুদ্র ব্যথা নিয়ে প্রেম জাগায়,
জাগায় করুণায় প্রেম ।
এতো তবে প্রেম নয়, ভালোবাসার মতো অন্য কিছু
অন্য কোন মায়ায় নিজেকে ভাসানো খেলা
মিথ্যে অভিনয়।
তোমাকে ভেবে আমিতো নিজেকে কখনই হারাই না
তোমার প্রেম স্রোতে ভাসি না জীবন স্বপ্ন নিয়ে
তবে কি করে এ ভালোবাসা হয় ? হয় এ প্রেম ?
প্রেম তো এমন নয়,
প্রেম হলো তোমাকে পেয়েও তোমাকে হারানোর ভয়।
মায়া
আশাহত জীবনে তুমি বসন্তের পাখি
হুদয় জ্বালাবে বলে এসেছিলো এমন!
তোমার হাসি কান্না বিক্ষিপ্ত কষ্ট যে প্রেম দিয়েছে আমায়
সেই অশুদ্ধ প্রেমে আজো অপচয় হয় আমারেই আবেগ
অপচয় হয় নিটোল ভালোবাসা
আমারেই হুদয়ের পাশে,
তবোও
তোমারেই গান গেয়ে যাই আজো,
অন্ধকারে !
মনে পরে
মগজে কি এক বিবশ বিষণ্ণতা
খেলা করে হৃদয়ের মতন !
শিখার লালায়িত মায়ায় যেন ভেসে থাকো তুমি
প্রতিমা,
প্রেম,
প্রতীক্ষ্যয় প্রতারক পরী ।
বিরহ
বেদনার মত যত ব্যথা আছে
কষ্টের ভেতর কেঁদে উঠে অন্তর আত্মা
নোনা প্লাবনের পর!
তখনো তুমি জেগে থাকো আমার স্মৃতিতে,
মনে,
ভালোবাসায়,
হারানো ব্যথায়;
তুমি বেদনার মহামায়া ভালোবাসা নাও
কাদাও,
তবে একেই কি বলে প্রেম ?
বলে প্রিয়তমা হারানোর ব্যথা ?
প্রেম
এখন প্রতিদিন নীবির সন্ধ্যায়
খুব মনে পড়ে তোমায়;
নথ ফুলে তাকিয়ে আছ তুমি এই,
কপালে কালো টিপ,
চোলে প্রেম প্রেম সৌরভ !
এখন
প্রতিটি সকাল শূন্যতায় আমাকে জাগায়
তুমি নেই !
অথচ
তোমার মুখের ঘ্রাণ,
ঠোটরে পরশ,
গোছানো বেণিতে
মনে হয় এই বুঝি তুমি এলে।
দীর্ঘশ্বাস
পৃথিবীতে কত কোলাহল;
ট্রেন বাস বায়ুযান কত জান চলে
কত কত সুখের মহড়ায় উল্লাসিত হয় প্রকৃতি
কত বেদনার পর ফিরে আসে প্রেম
কত বিরহের পর দেখি যুগলের মিলন মেলা
অথচ,
তুমি আর আমি দুই মেরুর
বহুদূর দুই দিক।
প্রতীক্ষা
আমি কতকাল তোমার চোখে চোখ রাখি না
রাখি না হৃদয়ে হৃদয় ।
প্রার্থনা
যার বুকে মাথা রেখে শান্তি পাও
তুমি তার কাছেই যাও
শান্তিতে ঘুমাও !
বেদনা
আমি বহুকাল পরে দেখছি তোমায়!
ততদিনে মর্দনে উলঙ্গ প্রেমে তুমি মেতেছ বহুবার;
তোমার সব লজ্জা ফানুস করে
কারো দেহে করেছ খরচ ।
আমি মাতাতে পারিনি যে প্রেমে
সেই প্রেমে তুমি মেতে আছো
যুগ যুগ ধরে অশ্রুতে,
বীর্যে,
বহু বেদনায় ।
স্বপ্ন
তোমায় নিয়ে
শূন্যে ভাসি
শূন্যে উড়ি
প্রজাপতির মত !
নীরব
শুকনো চারপাশ নিকুঞ্জ আমার
এখানে ঘুমিয়ে থাকো,
তারারা ঘুমিয়ে আছে ;
অন্ধকার
একটি রাতের মতোই রাত ছিলো আমাদের,
একটি রাতের মত রাত ছিলো তোমার,
একটি রাতের মতই প্রেম ছিলো
পৃথিবীর অন্ধকারে !
চাওয়া
তোমায় আমি এমন করে চাই,
তোমার মাঝে আমি ছাড়া
যেন অন্য কেহ নাই ।
অন্য কেউ
আমিও আজ মৃত্যুর মত সুন্দর
দূর হতে বহু দূরে পথিকের মত কেউ !
ব্যর্থ হাসি
কতকাল এভাবেই হারায় পোড়া মাটি হৃদয়!
হারায় বৃষ্টিতে,
মেঘের পালকী চড়ে
যে দেবতা আসে
আমাদের মননে,
এমনি বিক্ষিপ্ত হাসিত !
সাম্প্রতিক মন্তব্যসমূহ