রৌগুনে জান্নাতের ছোট গল্প ‘ ডিপ্রেশন ‘
– ব্যাস্ত আছো?
– কিছুটা
– কিছু বলতে চাই অল্প একটু সময় দিবে!
– বলো!
– আমাকে ভালোবাসো?
– অকারণ এসব প্রশ্ন কর কেন,জানোই তো প্রকাশ করতে পারি না।
– অন্যদের ক্ষেত্রে তবে কিভাবে প্রকাশ করো?
– মিছে তর্কে জড়িও না। নেতিবাচক মনোভাব দূর করো।
– আচ্ছা বাদ দেই।খেয়েছো?
– হুম। তুমি?
– না।
– যাও তবে খেয়ে নাও পরে কথা হবে।
– না শোনো একটু, আমার ভালো লাগছে না।
– খেয়ে ঘুমিয়ে পড়ো,সারাক্ষণ ঊল্টা পাল্টা চিন্তায় এমন হয়।
– অহ।
– শোনো??
– বার বার বিরক্ত করছো কেন বলো তো?
-আমি কিছু বলতে চাই তোমাকে।
– কি?
– আমি মারা গেলে আমার আত্মার প্রতি সহানুভূতি দেখিয়ে ফেসবুকে হৃদয়বিদারক পোস্ট করবে না কখনো।
– হঠাৎ এই কথা?
– যেটা বেঁচে থাকতে পাই নি তা মৃত্যুর পর কি কাজে আসবে? মৃত আত্মার তো আর ভালো লাগা থাকে না।
– বেশি বলে ফেলছো না??
– কখনো আমার প্রতি অবহেলা করার জন্য আফসোস করোনা।
– আমি কোথায় অবহেলা করি?
– আমি মারা গেলে ভেবে নিও আমাদের ঝগড়া হয়েছে। এখন যেমন ইগোর দেয়াল তৈরি করে নিশ্চুপ হয়ে যাও তখনও সেভাবে থেকো।জানি তুমি পারবে তবে পার্থক্য শুধু একটাই থাকবে এখন যেমন অসহায়ের মতো তোমার কাছে ক্ষমা প্রার্থনা করে ফিরে আসার কথা বলে বিরক্ত করি তখন আর করবো না। কারন করার জন্য পৃথিবীতে থাকবই না।
– কি হয়েছে তোমার?
– আমার মৃত্যুতে কাঁদবে না, কোন সহানুভূতি দেখাবা না।যেই সহানুভূতি আমার আজ প্রয়োজন তা মারা যাবার পর আমি কি করব নিয়ে? প্লিজ আজকের পর থেকে খুব করে ব্যস্ত থেকো।
– এসব কথা না বললেই নয়? আমি ভালোবাসি তোমাকে।
– মুখে ভালোবাসি বললেই হয়? ভালোবাসলে মানুষকে আগলে রাখতে হয়,কখনো আমাকে ধরে রাখার চেষ্টা করেছো?
– আমি জানি তুমি কখনো আমায় ছেড়ে যাবে না।
– অথচ আমি তোমাকে আমার সবটা দিয়ে আগলে রেখেছিলাম। তোমার ভালো লাগা খারাপ লাগা প্রতি মূহুর্তে খেয়াল রেখেছি,যখন পাশে চেয়েছো পাশে থেকেছি।তোমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়ে পরোয়া করে গেছি।
তুমি কখনো আমার মন খারাপের খবর নিয়েছো? একবার না বলতে চাইলে দিতীয়বার জানতে চেয়েছো?
– অভিযোগ করছো?
– নাহ জানাচ্ছি।প্রচন্ড কষ্ট হয় জানো?? আকাঙ্ক্ষা গুলো যখন হতাশার রূপ নেয়। আমি শুধু তোমার এটেনশন চাইচাম আমার প্রতি যেটা দিয়েও দেও নি আমায়। আমি বলছি না ভালোবাসো না কিন্তু ভালোবাসার চেয়ে অবহেলাটা অনেক বেশি। এতো অবহেলা অপমান অনাদর নিয়ে কি বাচা সম্ভব?
– আমি আর কথা বলতে চাই না এই বিষয় নিয়ে।
– আচ্ছা ভালো থেকো তবে।
– পর দিন সকালে মেয়েটা আর ঘুমথেকে উঠে না।
– তখন সবার ভাবের কষ্টের সীমা নাই।
সাম্প্রতিক মন্তব্যসমূহ