রৌগুনে জান্নাতের কবিতা

 

২০২০

 

থমকে গেছে আকাশ

খমকে গেছে বাতাস

থমকে গেছে পৃথিবী,

চারদিকে শুধু ভয়

আর ভয়

শুধু হাহাকার

আর কান্নার শব্দ

 

আকাশ খুব অশান্ত

বাতাসে  মৃত্যু মানুষের গন্ধ

 

 

মৃত্যু

 

কোন এক ভোর বেলায়

আযানের ধ্বনির সাথে

শুনবে আমি আর নেই

এই অভিশপ্ত পৃথিবীতে

 

আর কোন দিন পাবে না

দেখতে আমার,

দূর আকাশে যাবো হারিয়ে

যেখানে থেকে যায় না ফেরা

 

গোসল করায়ে

নতুন কাপড় পড়ায়ে

সবাই মিলে

রেখে আসবে নতুন ঘরে,

যে ঘরের কোন দরজা

জানালা থাকবে না,

যেখানে থাকবে শুধুই আমি

থাকবে না আর কেউ

নিবো না কিছুই সাথে

সবাই থাকবে এই পৃথিবীতে

 

স্বপ্ন

 

হাজারো স্বপ্ন নিয়ে আছি দাড়িয়ে

কবে হবে ভোর

কবে আসবে নতুন দিন !

 

স্বপ্নগুলো ডানা মেলে আকাশে

কবে তুমি আসবে

কবে আমায় ভালবাসবে

 

স্বপ্ন গুলো স্বপ্নই রয়ে যাচ্ছে

তুমি আর আসছ না

আমায় ভালবাসছ না

প্রতিদিন স্বপ্ন দেখি

নতুন এক ভোরের

কিন্তু নতুন হয়েও

পিছু ছাড়ে না পুরাতনের

তাই পুরাতনকেই আলিঙ্গন করে

বেচে থাকতে হচ্ছে এই পৃথিবীতে,

স্বপ্ন গুলো স্বপ্ন রয়ে যাচ্ছে

 

কতো স্বপ্ন ছিলো

তোমার আকাশে মেলবো ডানা

সারা দিন করবো খেলা

কিন্তু সব স্বপ্নগুলো পূরণ হয়েও

হচ্ছে না পূরণ

 

 

 

অনুভব

 

তাকিয়ে থাকি

তোমার ঐ চোখ পানে

খুঁজি তোমায়

এখানে সেখানে

পেয়েও যেন

পাইনা তোমায়

তুমি কোথায় ?

তুমি কোথায় ?

 

আকাশে – বাতাসে

পাহাড়ে – পর্বতে

নদীতে – পুকুরে

দিনে – রাতে

সব জায়গায়

যেন তুমি

অথচ তুমি নেই

কোথায় তুমি ?

কোথায় তুমি ?

 

কোন জায়গায়

নেই তুমি

কিন্তু আমি

দেখছি তোমায়

সবখানে সর্বক্ষণ

অস্তিত্বতে নেই তুমি

কিন্তু আছো অনুভবে

 

 

 

 

 

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।