মোশারফ হোসেন স্বাধীন এর কবিতা- ‘ বৈপরীত্য ‘

jpgবৈপরীত্য

(মোশারফ হোসেন স্বাধীন) 

টক  তুমি ভীষণ ন্যাকা, 

তিক্ততাকে ছাড়া! 

মিষ্টির  কথায় নাইবা গেলাম 

সে তো অনেক ত্যাড়া।

তিতা আমার আপন বড় 

গুণে, মানে  সেরা। 

সত্যবাবু  আপন তুমি

মিথ্যা বাবুর কারনে,

অসারেতেই সার আছে ভাই 

খুঁজে দেখ গোপনে। 

আমি,তুমি সবাই ভালো 

মন্দ গেল কোথা!

ভালোর বেলায় সবাই ভালো

মন্দের বেলায় চ্যাতা।

ধন আছে তাই ধনী বলো 

না থাকিলে কি!

গরীব বেটার অনুদানেই 

মুখে ঢালো ঘি। 

শিক্ষিতদের জ্ঞানী বলো

মূর্খ বলো কারে!

অশিক্ষিত আছে বলেই 

জ্ঞানের বাতি জ্বলে।

অন্ধকার  আছে তবেই

আলো তুমি চিনো। 

কেষ্টা বেটা খারাপ বলেই

ভালো কে তা জানো।

হিতাহিতের জ্ঞানের কথা

বলো কে না জানে! 

দু-জন মিলে একই সুতোয়

গেঁথে আছে প্রাণে।

উচিত কিংবা অনুচিতে

যেথায় আছে গুণ, 

একই চোখ এ দুটি  তারা ☆ 

 

কেবল,সবই বিশেষণ।

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।