মোশারফ হোসেন স্বাধীন এর কবিতা- ‘ নীতি’

নীতি 

মোশারফ হোসেন স্বাধীন 

আমি বড় গুণি রে ভাই 

সাদা কালা বুঝি না।

বিয়ের বেলায় সাদা-কালো, 

দ্বন্দ্বের কথা মানি না ❗

মুখে,লিখায় ওরে জ্ঞানী, 

 সবকিছুই বলা যায়, 

কাজের বেলায় একই নীতি, 

তাতে কি আর আসে যায়!

নীতি কাব্যের ছড়াছড়ি, 

ঠিক, বেঠিক কম জানি?

ওরে জ্ঞানী বলো আমায়,

লিখবো না-কি দু-এক খানি!

পরের বেলায় কালো ছাড়ো,

গুণের দিকে ঝুঁকে পড়ো!

নিজের বেলায় ভিন্ন কথা, 

রং খুঁজ ভাই যথাতথা! 

গুণের কথা রাখো পাশে 

 মানুষ,চেহারাটাই আগে দেখে! 

উচিত বিচার পরে হবে 

সাদা চামড়া, সবার আগে।

মা-বাবা চায়, আমার কিতা?

সুন্দরী চাই, শেষ কথা❗

 

 

 

 

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।