মোশারফ হোসেন স্বাধীনের কবিতা- “মানস কল্প”

মানস কল্প

✒মোশারফ হোসেন (স্বাধীন)

 

আমি স্বপ্ন দেখি ‘কল্প- মানুষ’

কল্পনাতে ভাসি।

মনের কান্না থাকুক মনে

বাহিরে কেবল হাসি।

আমি মরুদ্দানের মরু কবি,

মানসপটে মরুর ছবি।

আমি কল্প-তরু স্বপ্ন গুরু

আমি আপন হাতে এই বিশ্বালয়ে,

বিভেকের চাষ করব শুরু।

আমি সমুদ্রের ঐ বিশালতা 

করবো হরন,উপেক্ষিত সকল বারন।

আমি পৃথ্বীলয়ের সব ঘৃণা- মাল্য

নিজের গলায় করব ধারণ।

আমি মিথ্যাগুলো করবো জরো

সত্য নিয়ে সাধু বেশে।

জ্বালাবো সব অগ্নিশিখায় মিথ্যা খুঁড়ো 

নতুন কিছু হবে  শেষে।

আমি বাষ্প হয়ে উর্ধ্বাকাশে

মেঘের মাঝে বিলিন হবো,

বৃষ্টি হয়ে নামবো নিচে 

লহর রূপে ‘নিজের’ বুকে হানা দিব।

প্রয়োজনে ধরব অসি,নয়তো হব ঋষি

ধরব টেনে কুখ্যাতদের ভাবনা রশি।

আমি মিথ্যে সবুজ করব বিনাশ,

সত্য কালোয় হবে আঁধার  মোচন 

আমি- সর্বনাশা রিপু দমন।

কল্পনার- ই সত্য পলাশ।

✒মোশারফ হোসেন( স্বধীন)

 

 

You may also like...

1 Response

  1. মোশারফ হোসেন স্বাধীন বলেছেন:

    কার্যক্রম বেগমানের প্রয়াস আশা করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।