মোশারফ হোসেন স্বাধীনের কবিতা-“মুজিব আদর্শ”

মুজিবাদর্শ

মুজিবাদর্শ-

তুমিঅন্ধকারচ্ছন্ন জাতির সামনে

আশার আলো

যেখানেই দেখ ঘোর সেখানেই দীপ জ্বালো।

তুমি রাতের আকাশে মেঘের ফাঁকে

ঝলসে উঠা তারা

আলোকি হয়েছে অনেকে

তুমার শিক্ষা নিয়েছে যারা

তুমি মায়ের কাছে – শিশুর প্রথম শিক্ষা

সমাজ থেকে নেওয়া সামাজিকরন দীক্ষা

তুমি স্বাধিকারের  এক মহান দৃষ্টান্ত

আলোকিত, আলোচিত তুমার সমারোহের 

 বিস্তৃতির নেই কোন দিগঅন্ত।

মুজিবাদর্শ –

তুমি এগিয়ে যাও নব উৎসাহে

অসামাজিকতা আর নৈরাজ্যের দলিল

পুরে যাক তুমার দাহে।

মুজিবাদর্শ- তুমি পতিত জমিতে ফসলের, 

এক দীপ্ত উৎসাহ, অহিংসতা যার কামনা,

অধিকার আদায়ে বাজি জীবনের মূল্য।

তাইতো গাই জয় গান,তুমি মহান 

হে বঙ্গবন্ধু -তুমার নেই ক্ষয়

হে জাতির শ্রেষ্ঠ সন্তান- তুমার আদর্শেই 

যুগে যুগে জাতি গাইবে জয়গান।

🖋মোশারফ হোসেন (স্বাধীন)

📚(সংক্ষেপিত)

 

 

 

 

 

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।