জান্নাতের প্রতি ভালোবাসা
কখনো তো হয়নি বলা !
মিষ্টি রোদের রোদেলা আকাশ
নরম কোমল তার আবেগী মন
শিশুর মতো কেঁদে ফেলে
আবার একটু অভিমানী
অল্পতেই সে হাসতে থাকে,
ভীষণ ভীষণ ভালোবাসে
আমাকে সে ভালোবাসে!
আর
‘ আমি তোমায় ভালোবাসি ‘
কখনো হয়নি বলা ।
চটপটিয়ে হেটে চলে
যেন সে এক রাগিণী ম্যডাম
যখন তখন ছাত্র পেটায়
এদিক সেদিক হলেই হলো
যখন তখন রেগে উঠে
এমন মানুষ প্রাণের অধিক ভালোবাসে
ভীষণ ভীষণ আমায় ভালোবাসে।
আর
‘ আমি তোমায় ভালোবাসি ‘
কখনো তো হয়নি বলা !
বৃষ্টি মুখর দুপুরে সে
চুপটি করে বসে থাক
অটো চলে এদিক সেদিক
ভয়ে ভয়ে আমায় দেখে
আমি তখন বিরক্ত হই
বৃষ্টি পরে মুশল ধারা
মুগ্ধ হয়ে আমায় দেখে,
আর
‘ আমি তোমায় ভালোবাসি ‘
কখনো তো হয়নি বলা!
হাত ধরে তো হয়নি হাটা
পাশাপাশি একলা দুজন
তুমি যেমন কল্পনাতে
হেটে বেড়াও আমায় নিয়ে ।
‘ কখনো তো হয়নি বলা ‘
আমি তোমায় ভালোবাসি!
আমি তোমায় ভালোবাসি
ভীষণ ভীষণ ভালোবাসি ।
মধুপুর
১১/০৬/২০২০
সাম্প্রতিক মন্তব্যসমূহ