চারু

তুমি সুন্দর চারু মনোহর,রুপসী বামা সুন্দরী বারাঙ্গনা

হেম কনক, কাঞ্চন সুবর্ণ লতা 

সোনা

ভ্রমর কালো লোচন তুমার জড়ানো সহস্র

মায়া

ও, কী  অভয়ব! নয়ন ঝলসানো

কায়া!

লতানো বাহ দু-খান সাথে দোলানো

কোমর!

বাহুতে কাঁচের চুড়ি পায়েতে

নূপুর।

ভুজঙ্গ বেশে হাঁটা -চলা হাসলে মুক্তা ঝরে।

কর্ণ গলা মাথা মুখে,  আছে রুপ তুমার কেশে!

মানুষের মাঝে জন্ম যেন’ চারু’ 

পরীর বেশে।

 

You may also like...

1 Response

  1. মোশারফ হোসেন স্বাধীন বলেছেন:

    অন্তর থেকে ধন্যবাদ “” বই ওয়ালা””

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।